এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপ পর্বে গত ২৮ আগস্ট দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ভরত ও পাকিস্তান। ছয় দিনের ব্যবধানে আবারও এই দুই দলের লড়াই দেখবেন ক্রিকেট প্রেমিরা। একই গ্রুপে থেকে সুপার ফোর নিশ্চিত করায় আবারও দেখা হচ্ছে তাদের। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুদল।
পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে জিতেছিল ভারত। ম্যাচটিকে অনেকে ভারতের প্রতিশোধ হিসেবে দেখেছেন। গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ। আর পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার পালা গ্রুপ পর্বে হারের।
সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ৫২ রান তোলেন। জাদেজা যখন ফেরেন পাঁচ বলে ৭ রান দরকার ছিল জয়ের জন্য। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছেন জাদেজা। তার জায়গায় দলে ঢুকেছেন অক্ষর প্যাটেল। অক্ষরকে ভারত এই ম্যাচের একাদশে খেলাবে কি না তা অবশ্য নিশ্চিত নয়।
ইনজুরি সমস্যা আছে পাকিস্তান শিবিরেও। চোট নিয়ে দল থেকে ছিটকে গেলেন পেসার শাহনেওয়াজ দাহানি। সাইড স্ট্রেইনের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলা হবে না এই পেসারের। দাহানিকে আপাতত ৪৮-৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে বলে জানা গেছে। এই সময়ে তার চোটের স্ক্যান করা হবে। তারপরই জানা যাবে, কবে নাগাদ আবার একাদশে ফিরতে পারবেন এই পেস বোলার।
গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ। হংকংয়ের বিপক্ষে দলে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। সেই ম্যাচে অর্ধশতক করে ফর্মে ফেরেন বিরাট কোহলি (৫৯*)। সূর্যকুমার যাদব ২৬ বলে অপরাজিত ৬৮ রান করেন। পাকিস্তানের বিপক্ষে এবার পান্থ দলে থাকবেন কি না তা আগে থেকে বলা মুশকিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন হার্দিক পান্ডিয়া। হংকংয়ের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। আজ নিশ্চিতভাবে ফিরবেন হার্দিক। তাতে কপাল পুড়বে পান্থের নাকি জাদেজার জায়গায় সুযোগ পাবেন সেটি জানা যাবে একাদশ ঘোষণার পরই।