‘ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কেনার পরিকল্পনা নেই’
‘ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কেনার পরিকল্পনা নেই’

‘ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কেনার পরিকল্পনা নেই’

নিজস্ব প্রতিবেদক

ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কেনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার নয়, ভারতের তেল আমরা নিতে পারি। বাংলাদেশের মধ্য দিয়ে নর্থইস্ট স্টেটের পথে একটা কানেক্টিভিটি পাইপ লাইনও করা হয়েছে।

এটার বিষয়ে অনেক কিছু হতে পারে। তবে অন্য তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই।

বিদ্যুৎ নিয়ে কথা বলতে গিয়ে শাহরিয়ার আলম বলেন, ভারতের সঙ্গে এনার্জি, বিদ্যুৎ জ্বালানি, খাদ্য সহযোগিতার বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগে হয়েছে। ভারতে উৎপাদিত বিদ্যুৎ আমরা নিয়ে আসছি এবং ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে।

এ বছরের কোনো একটা সময় উদ্বোধন হবে।

প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি খাতে আলোচনার প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, এনার্জি কো-অপারেশনের ব্যাপারে অনেক কিছু আলোচনা হতে পারে। সেটা সময় মতো জানতে পারবেন।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সোমবার (৫ সেপ্টেম্বর) চার দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক