আকাশী

প্রতীকী ছবি

আকাশী

রাশেদ ছোবহান সুমন

প্রিয় আকাশী,
আজ ষোল বছর পর,
তোমার ঠিকানা পেয়েছি।  
একটা চিঠি লিখবো ভাবছি,
তোমার ঠিকানায় লিখবো কি?
না থাক !
আকাশের ঠিকানায় লিখবো,
এই চিঠি খুঁজবে না উত্তর।  

এ কয় বছরে -
অনেক  চিঠি লিখেছি
পাঠাতে পারিনি, ঠিকানা লিখনি বলে।  
এখন  চিঠির সে দিনও আর   নেই,
সব ই ডিজিটাল , ইথারে ইথারে,
ব্যস্ত নাগরিক জীবন, চিঠি আজ অনেক সেকেলে।

হারিয়ে গেছে পোস্ট অফিস,
হারিয়ে গেছে ডাক পিয়ন,
লাল পোস্ট বাক্সগুলো  নীরবে দাঁড়িয়ে,
কালের সাক্ষী হয়ে।  
সাক্ষী তোমার আমার উচ্ছ্বল দিনের,
তোমার আমার ভালোবাসার।

কত নির্ঘুম রাত কাটিয়েছি,
তোমাকে একটা চিঠি লিখতে ,
কত কাটাছেড়া করেছি,
পাতায় পাতায় ভোরে উঠতো সে চিঠি।
এক হাতে সিগারেট, অন্য হাতে কলম,
রাতের শুনশান নীরবতা, আমি এক নগর বাউল !

কত সুর তুলেছি গিটারে 
কত গান গেয়েছি ,
কাটিয়েছি রাত আমি, নিদ্রা বিহীন।

 

আকাশী !
আজ কেন এতো লিখছি?
তুমি আজ দূর, বহুদূর, 
এই শহরে আমি আজও  বোহেমিয়ান।

তারিখ: ৩১/০৭/২০১৮

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর