মেয়েদের টি২০ বিশ্বকাপ বাছাইয়ে দল দিয়েছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

মেয়েদের টি২০ বিশ্বকাপ বাছাইয়ে দল দিয়েছে বাংলাদেশ

চলতি ১৪-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি মেয়েদের টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মারুফা আক্তার। এছাড়াও ফারিহা তৃষ্ণার জায়গায় সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার।

আবুধাবিতে অনুষ্ঠিত ৮ দলের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে আছে যুক্তরাষ্ট্র,আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

গ্রুপে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

২০১৯ সালে অভিষেক হয় বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার সানজিদার। এরপর খেলেছেন চারটি টি২০ ম্যাচ। ছিলেন কমনওয়েলথ গেমসের কোয়ালিফায়ার স্কোয়াডেও তবে বিশ্বকাপের মূল দলে জায়গা হয়নি তার।

অন্যদিকে অভিষেকের অপেক্ষায় আছেন মিডিয়াম-পেসার মারুফা। গত মাসে মহিলা জাতীয় টি২০ ক্রিকেট লীগে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি।

টি২০ বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ দল ৪ সেপ্টেম্বর আবুধাবিতে একটি প্রি-ইভেন্ট কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবেন। যা চলবে আগামী পাঁচ দিন।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, শামীমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবনা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, মারুফা আক্তার।

news24bd.tv/ আমিরুল