মাদারীপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মাদারীপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের গোপালপুরে আড়াই ফুট উচ্চতার একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।  রোববার (৪ সেপ্টেম্বর) রাতে ডাসার উপজেলার গোপালপুর এলাকার ফারুক হোসেন মঞ্জুর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ডাসার উপজেলার গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ মকবুল হোসেনের ছেলে ফারুক হোসেন মঞ্জুর তার বাড়ির পাশের একটি পুকুরের খনন কাজ করার সময়ে আড়াই ফুট উচ্চতার একটি বিষ্ণু মূর্তি উঠে আসে।

পরে মূর্তিটি তার বাড়িতে নিয়ে এসে প্রশাসনকে খবর দেয়। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান খানের উপস্থিতিতে এবং ডাসার থানা পুলিশের সহযোগীতায় মূর্তিটি উদ্ধার করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করি। প্রায় আড়াই ফুট উচ্চতার মূর্তিটি একটি বিষ্ণু মূর্তি।

মূর্তিটি যাতে বেহাত না হয়ে যায় সেজন্য আমরা আমাদের তত্ত্বাবধানে নিয়ে রেখেছি।

news24bd.tv/কামরুল