নিয়ন্ত্রণে এসেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আগুন 

সংগৃহীত ছবি

নিয়ন্ত্রণে এসেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আগুন 

অনলাইন ডেস্ক

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নবম তলায় এ আগুন লাগে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার রাতে এ ঘটনায় হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০ তলা হাসপাতাল ভবনের নবম তলা থেকে অর্ধেক রোগীকে নামিয়েও আনা হয়।

তবে রোগীদের কারও ক্ষতি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে সেখানে যায়। রাত ১২টা ৮ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়। হাসপাতাল ভবনের নবম তলায় বিদ্যুতের একটি নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

অসুস্থ বাবাকে নিয়ে দশ দিন ধরে ওই হাসপাতালে আছেন সাহেদ হাসান নামের এক তরুণ। আগুন লাগার পর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলে আতঙ্কিত হয়ে পড়ার কথা ফেসবুকে লিখেছেন সাহেদ।

news24bd.tv/সাব্বির