ক্রমশ বৃদ্ধি পেতে থাকা জ্বালানি খরচে লাগাম টানতে এবার ৬৫ বিলিয়ন ইউরোর নতুন প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। জ্বালানি খরচ জনসাধারণের নাগালের মধ্যে রাখতে এর আগেও দুটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল জার্মানি। তবে আগের দুই প্যাকেজের চেয়ে এই প্যাকেজটি বড়।
রাশিয়ার ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোর ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা।
জ্বালানি সঙ্কট কাটিয়ে উঠতে এবং খরচ জনসাধারণের নাগালের মধ্যে রাখতেই আগে দুটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল জার্মানি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন অভিযান করার পর থেকে বাড়তে থাকে ইউরোপের জ্বালানির দাম।
news24bd.tv/সাব্বির