দিল্লি সফরকালে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বৈঠক ১ ঘণ্টা ২০ মিনিট হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ওই দিন বেলা সাড়ে ১১টায় হায়দ্রাবাদ হাউজে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন।
সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী বাংলাদেশে ও ভারতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। একইসঙ্গে তাদের আলোচনায় বৈশ্বিক ইস্যুও আসতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি যেমন: দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা, জনযোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ প্রভৃতি অধিক গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি সফর করবেন।
news24bd.tv/ইস্রাফিল