ডলার খরচের সীমা না মানায় ২৭ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ

সংগৃহীত ছবি

ডলার খরচের সীমা না মানায় ২৭ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ

অনলাইন ডেস্ক

ডলার খরচের সীমা না মানায় ২৭ ব্যাংকের কাছে ব্যখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশি-বিদেশি এসব ব্যংক থেকে ইস্যুকৃত ৭১ টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে সীমাতিরিক্ত ডলার ব্যয় করা হয়েছে। রবিবার ব্যাংকগুলোকে কারণ দর্শানোর জন্য চিঠি দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম রবিবার এ তথ্য জানিয়েছেন।

 

ব্যাংকগুলোকে কারণ দর্শানোর জন্য পাঁচদির সময় দেয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, একজন নাগরিক বছরে ১২ হাজার মার্কিন ডলার খরচ করতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে আরো ৫০০  ডলার ব্যয় করার নিয়মও রয়েছে। এ নিয়ম মানেনি দেশের ২৭টি ব্যাংক।

 

জানা গেছে, কিছু কার্ড থেকে ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করা হয়েছে তবে সর্বমোট কত ডলার খরচ করা হয়েছে তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।  এর আগে ১১ টি ক্রেডিট কার্ডে সীমাতিরিক্ত ডলার ব্যায় করায় বাংলাদেশ ব্যাংক ন্যশনাল ব্যাংককে ৫৫ লক্ষ টাকা জরিমানা করেছিলো।