‘বাংলাদেশি ও রোহিঙ্গারা না ফিরলে গুলি’

ভারতের পার্লামেন্ট সদস্য টি রাজা সিং।

‘বাংলাদেশি ও রোহিঙ্গারা না ফিরলে গুলি’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মুসলমানদের ওপর ভীষণ ক্ষেপেছেন ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টি রাজা সিং।

তিনি বলেছেন, বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমরা ‘ভারতের জন্য বিপজ্জনক এবং তারা নিজে থেকে এই দেশ ত্যাগ না করলে গুলি করা উচিত’।

আসামে ৪০ লাখ মানুষকে ভারতের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত না করার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার হায়দ্রাবাদের এই এমপি একথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর প্রচার করে।

খবরে বলা হয়, রাজা সিং আগেও বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য দিয়েছেন।

অন্যদিকে, দেশটির কংগ্রেস পার্টি আসামের ৪০ লাখ মানুষের নাগরিকত্বকে প্রশ্নবিদ্ধ করার সমালোচনা করায় বিজেপি প্রধান অমিত শাহ অভিযোগ করেছেন, দলটি অবৈধ বাংলাদেশিদের রক্ষা করতে চায়।

বিজেপি প্রধানের এই মন্তব্যের মধ্যেই রাজা সিং বাংলাদেশি ও রোহিঙ্গাদের সম্পর্কে এমন বক্তব্য দিলেন।

‘আমাদের দেশে বিদেশি রাখাটা কিভাবে ঠিক কাজ হয়? এসব কীটপতঙ্গ আমাদের দেশে রাখার কোনো দরকার নেই’ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর বার্তা সংস্থা এএনআইকে বলেন রাজা সিং।

তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, তাদের যেন বের করে দেওয়া হয়। যদি তারা না যেতে চায় তাহলে অন্যান্য দেশে যেমন অবৈধ বিপজ্জনক অনুপ্রবেশকারীদের গুলি করা হয়, ভারতেও যেন ঠিক তেমনই করা হয়। বাংলাদেশি অথবা রোহিঙ্গা যেই হোক, শান্তিপূর্ণভাবে না যেতে চাইলে তাদের গুলি করে মারা দরকার। ’

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া থেকে ৪০ লাখ লোকের নাম বাদ পড়ার পর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, কেন্দ্রীয় সরকার মুখে বলছে এখনই ভয় পাওয়ার কিছু নেই, বাদ পড়ে যাওয়া ব্যক্তিরা আপিল করার যথেষ্ট সুযোগ পাবেন।

কিন্তু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো আসামের প্রতিবেশি রাজ্যের অনেকেরই আশঙ্কা আসামে অত্যাচারের মুখে পড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হবেন।

পর্যবেক্ষকরাও মনে করছেন, বিপুল সংখ্যক মানুষকে ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্রে) রাখা সম্ভব নয়। রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন প্রশ্ন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


 

সম্পর্কিত খবর