দখলকৃত তিন এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন

সংগৃহীত ছবি

দখলকৃত তিন এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন

অনলাইন ডেস্ক

রুশ সেনাদের দখলকৃত তিনটি এলাকা পুনরুদ্ধার করার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ান সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে অগ্রগতির কথা জানিয়ে জেলেনস্কি বলেন, দক্ষিণাঞ্চলের দুটি এবং পূর্বাঞ্চলের একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

রোববার রাতে এক ভিডিও বার্তায় নিজেদের তিনটি এলাকা পুনরুদ্ধার করার অগ্রগতির কথা জানিয়ে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের অবস্থানরত বাহিনীকে ধন্যবাদ জানান জেলেনস্কি।  

জেলেনস্কি বলেন, গতকাল এক বৈঠকে সামরিক কমান্ডার এবং গোয়েন্দা প্রধানের কাছ থেকে ‘ভালো খবর’ পেয়েছি।

 দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের তিনটি এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন সেনারা।

জেলেনস্কির এক জ্যেষ্ঠ সহযোগী গতকাল একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে একটি গ্রামে ইউক্রেনীয় পতাকা উড়তে দেখা গেছে। এটিকে দক্ষিণাঞ্চলীয় কিয়েভের একটি গ্রাম বলে উল্লেখ করেছেন তিনি।

বর্তমানে ইউক্রেনের সামরিক তৎপরতার অন্যতম আকর্ষণের জায়গা দেশটির খেরসন অঞ্চল। সামরিক অভিযান শুরুর পরপরই অঞ্চলটি নিজেদের দখল নিয়েছে রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপের উত্তরে অবস্থান খেরসনের। বর্তমানে ইউক্রেন এই অঞ্চলটি দখল করার জন্য বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

news24bd.tv/ আমিরুল

এই রকম আরও টপিক