যুক্তরাষ্ট্রে খেলা ফুটবলার আর্জেন্টিনা দলে 

সংগৃহীত ছবি

প্রীতি ম্যাচের প্রাথমিক দল 

যুক্তরাষ্ট্রে খেলা ফুটবলার আর্জেন্টিনা দলে 

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের আগে সেপ্টেম্বরেই শেষবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে ম্যাচ দুটি আর্জেন্টিনা খেলবে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে খেলা বলেই কি-না, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রথমবারের মতো দলে ডাকলেন সেখানকার মেজর লিগ সকারে খেলা ফুটবলার থিয়াগো আলমাদাকে। স্কালোনির দলে চমক আছে আরও ডাক পেয়েছেন বেনফিকার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও।

হন্ডুরাস এবং জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দলে আলমাদা, এনজোরা জায়গা পেলেও বাদ পড়েছেন লা ফিনালিসিমার সময় দলে ডাক পাওয়া ডিফেন্ডার মার্কোস সেনসি। বাদ পড়েছেন লুকাস ওকাম্পস এবং এমিলিয়ানো বুয়েন্দিয়াও।

ইনজুরির কারণে দলে নেই ডিফেন্ডার হুয়ান ফয়েথ। এ ছাড়াও কোপাজয়ী দলে থাকা মিডফিল্ডার নিকোলাস ডোমিঙ্গেজকেও বিবেচনায় রাখেননি স্কালোনি।

খুব শিগগিরই প্রাথমিক দল যাচাই-বাছাই শেষে চূড়ান্ত দল ২৭ সদস্যর দল ঘোষণা করে দিবে আর্জেন্টিনা।  

আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুয়ি

ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, হেরমান পেৎসেলা, ফাকুন্দো মেদিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নেহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো ও মার্কোস আকুইনা

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, আলেহান্দ্রো পাপু গোমেজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: পাওলো দিবালা, আনহেল কোরেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গনজালেজ, হোয়াকিন কোরেয়া, লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

news24bd.tv/সাব্বির