ছাদ বাগানেই অর্ধলক্ষ টাকা আয় আয়শার

ছাদ বাগানেই অর্ধলক্ষ টাকা আয় আয়শার

নিজস্ব প্রতিবেদক

পরিবারের জন্য বাড়ির ছাদে ফল চাষ শুরু করেন আয়শা আশরাফি। কিন্তু সেই ছাদ বাগান থেকেই এখন মাসিক আয় অর্ধ লক্ষ টাকা। তিন বছর আগে মাত্র কয়েকটি গাছ দিয়ে শুরু করলেও আয়শার ছাদ বাগানে এখন রয়েছে শতাধিক প্রজাতির ফলের গাছ।

ফরিদপুরের আয়শা আশরাফি জানালেন, পরিবারের পুষ্টি চাহিদার কথা চিন্তা করে এই উদ্যোগ নেন তিনি।

পরবর্তীতে এটা বাণিজ্যিকভাবে শুরু করেন। মেয়ে বড় হওয়ার পর বাজার থেকে ফল কিনতে গিয়ে দেখি অনেক দাম। পরে নিজেই শুরু করি এই বাগান।

ইডেন মহিলা কলেজ থেকে পড়াশোনা শেষ করে আয়শা শুধু থেমে থাকেননি সংসার নিয়ে।

বরং সবসময়ে চেষ্টা করেছেন নিজে কিছু করার। প্রথম বছরে বাগানে ভালো ফল পেয়ে আগ্রহ জাগে বাগান করার প্রতি। সেখান থেকেই শুরু আয়শার।

তিনি বলেন, বর্তমানে বাগানে আনার, মিষ্টি জাম্বুরা, থাই ফল, দেশি ফলসহ শতাধিক ফলের গাছ রয়েছে। শুধু নিজেদের জন্যই নয়। এই ফল আত্মীয়-স্বজন সহ প্রতিবেশীদেরও দেন আয়শা। এর পরে যা থাকে সেগুলো বিক্রি করেই আয় হচ্ছে প্রায় অর্ধ লক্ষ টাকা।

ফরিদপুরের কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, কৃষির দিকে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা রয়েছে। তরুণ উদ্যোক্তাদের কৃষির প্রতি আকর্ষণে সহযোগিতা ও তাদের কর্মশালার ব্যবস্থাও রয়েছে।

news24bd.tv/FA