২০২০-২১ মৌসুমের ইউরোপা লিগ জয়ী স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল লা লিগায় গড়েছে নতুন রেকর্ড। এবারের লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটি গোলও হজম করেনি ইয়েলো সাবমেরিনরা। নিজেদের ফুটবল ইতিহাসে এর আগে কখনও লিগে টানা চার ম্যাচে ‘ক্লিনশিট’ রাখতে পারেনি দলটি।
রোববার এলচের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর এই রেকর্ড গড়ে ভিয়ারিয়াল।
ভিয়ারিয়াল শুধু গোল না হজমের রেকর্ড নয়, নিজেদের ক্লাব ইতিহাসে সেরা শুরুর পুরোনো কীর্তিকেও স্পর্শ করেছে।
সব মিলিয়ে লা লিগায় টানা গোল না খাওয়ার রেকর্ডটি ছুঁতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে ভিয়ারিয়ালকে। ১৯৯০-৯১ মৌসুমে লা লিগায় টানা ১৩ ম্যাচে কোনো গোল খায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ।
news24bd.tv/সাব্বির