চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ সিচুয়ানে সোমবারের ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৬ জন। ভূমিকম্পে আহত হয়েছেন ৫০। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্যা জানানো হয়েছে।
৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে সিচুয়ানের মূল শহর চেংদুসহ বেশ কয়েকটি শহরের রাস্তা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি বলেছে, ভূমিকম্পের কারণে শহরগুলোয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিছু এলাকায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, চেংদু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাহাড় ঘেরা শহর লুডিংয়ে।
ভূমিকম্পটি ইউনান, শানসি ও গুইঝো প্রদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
news24bd.tv/হারুন