চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার কথা জানিয়ে টুইট করেছেন ভারতীয় ব্যবসায়ী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
টুইটারে আদানি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে। তাঁর সঙ্গে দেখা করা সম্মানের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার দুপুরে নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস।
news24bd.tv/হারুন