কানাডার সাসকাচোয়ান প্রদেশে গণ ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারী ড্যামিয়েন স্যান্ডারসনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাকে জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় পাওয়া যায় বলে জানিয়েছে কানাডিয়ান পুলিশ। তবে অন্য হামলাকারীকে খুঁজছে পুলিশ।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরিকাঘাতে ১০ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় দুই সন্দেহভাজন হামলাকারীকে শানাক্ত করেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ওই দুইজন এখন পলাতক রয়েছে।
সন্দেহভাজন ওই দুইজন হলো ড্যামিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসন।
পুলিশ জানিয়েছে যে সন্দেহভাজনদের গাড়িটি দুপুর ১২ টার কিছু আগে সাসকাচোয়ানের রাজধানী রেজিনায় দেখা গিয়েছিল। তারা একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করছিলেন, তবে তারা যানবাহন পরিবর্তন করেছেন কিনা তা নিশ্চিত নয়।
news24bd.tv/হারুন