শিক্ষার্থীদের বিক্ষোভে বন্ধ রাজধানীর বিভিন্ন সড়ক

শিক্ষার্থীদের বিক্ষোভে বন্ধ রাজধানীর বিভিন্ন সড়ক

নিজস্ব প্রতিবেদক

বাসচাপায় সহপাঠী 'হত্যার' বিচার, শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজও রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল। উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সড়কে অবস্থান নিয়েছে শত শত শিক্ষার্থী।  

উত্তরার জসিমউদ্দিন মোড় থেকে বন্ধ যান চলাচল।

ফার্মগেটে সড়কে নেমে এসেছে ওই এলাকার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাড়সকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে ছোট-বড় যান চলাচল।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাত জেগে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে নর্থ-সাউথ, ইস্ট ওয়েস্ট, ইনডিপেন্ডেন্ট, এআইইউবি, আইইউবি, সাউথইস্ট, আইইউবিএটি, ড্যাফডিল, ব্রাক-সহ দেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সব স্কুল-কলেজের শিক্ষার্থীর।

news24bd.tv

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ- এর এক নেতা বলেন, ‘ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ১০টা থেকে রাজপথে অবস্থান নিয়েছে। অন্য বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যার যার এলাকায় বিক্ষোভে নামছে। বর্বর পুলিশি হামলায় আহত আমাদের শত-শত ছোট ভাই-বোনদের রক্তের জবাব দিতেই হবে। মুখ বুজে থাকার সময় আর নেই। ’

ওই নেতার আরও বলেন, ‘দাঁত বের করে হাসতে থাকা মন্ত্রীকে অপসারণ করতে হবে। বাস চাপায় হাত হারানো রাজিব হত্যা, পায়েল হত্যা, দিয়া হত্যা, রাকিব হত্যাসহ সকল হত্যার বিচার করতে হবে। অন্যথায় এ আন্দোলন অনেক বড় আকার ধারণ করবে। ’

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর