মার্কিন সামরিক বাহিনীতে বেড়েই চলছে যৌন নিপীড়ন। পেন্টাগনের সবশেষ সমীক্ষায় অনুযায়ী ২০০৬ সালের পর থেকে মার্কিন সামরিক বাহিনীতে নারীরা সর্বোচ্চ মাত্রায় যৌন নিপীড়নের শিকার হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বিভাগ (ডিওডি) ডেটা ট্র্যাক শুরু করার পর এমন তথ্য পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইউএসএ টুডে।
সমীক্ষায় দেখা গেছে, ২০১৮-২০২১ সালে সামরিক বাহিনীতে মহিলাদের উপর যৌন নির্যাতন ৩৫ শতাংশ বেড়েছে, যা ১৬ বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
২০২১ সালের উপর প্রস্তুতকৃত রিপোর্টে বলা হয়েছে, সক্রিয়-ডিউটিরত অবস্থায় পুরুষ সৈন্যদের দ্বারা মহিলা সৈন্য নিপীড়নের শিকার হয়েছে প্রায় ৩৫,৮০০ এরও বেশি নারী সামরিক সদস্যরা।
সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন কমাতে দেশটির প্রতিরক্ষা বিভাগ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। এছাড়াও বাহিনীর সিনিয়র সদস্যরা যৌন নিপীড়ন কমাতে প্রতিশ্রুতি দিয়েছে। তবে বাস্তবে ঘটছে তার উল্টো চিত্র।
news24bd.tv/ আমিরুল