ইউএস ওপেন থেকে বিদায় রাফায়েল নাদালের

সংগৃহীত ছবি

ইউএস ওপেন থেকে বিদায় রাফায়েল নাদালের

অনলাইন ডেস্ক

চোট সারিয়ে ইউএস ওপেনে ফিরেছিলেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। শিরোপার দৌড়ে ভালোয় যাচ্ছিলেন ৪ বারের ইউএস ওপেন জয়ীর। তবে এই স্প্যানিশ তারকার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছেন ফ্রান্সেস তিয়াফো।

ঘরের মাঠে নাদালকে ৬-৪, ৪-৬, ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়েছেন মার্কিন খেলোয়াড় তিয়াফো।

আর এতেই ইতিহাসে নাম লেখালেন এ টেনিস খেলোয়াড়।

তিয়াফোর আগে মাত্র দুই মার্কিনি টেনিস খেলোয়াড় নাদালকে হারাতে সক্ষম হয়েছিল। আর সেই তালিকায় তৃতীয় হয়ে রইবেন তিয়াফো।

সেমিফাইনালে আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাশিয়ান নবম বাছাই আন্দ্রে রুবেলেভের মুখোমুখি হবেন তিয়াফো।

জয়ের পর তিয়াফো বলেন, ‘আজ বিশেষ কিছু ঘটেছে। কীভাবে বলবো বুঝতে পারছি না। আমি খুবই খুশি। তিনি সর্বকালের সেরাদের একজন এবং আমি তার বিরুদ্ধে অবিশ্বাস্য খেলেছি। ’

ম্যাচ শেষে রাফায়েল নাদাল বলেন, ‘কোনো অজুহাত দিতে চাই না। এটাই আমার ক্যারিয়ার। আমাকে আত্মসমালোচনা করতে হবে। পার্থক্যটা সোজা আমি বাজে ম্যাচ খেলেছি। আমি আজ ম্যাচে দীর্ঘ সময় ধরে উচ্চ মানের টেনিস খেলতে পারিনি। ’

news24bd.tv/মামুন