দুই-তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: ওজোপাডিকো

সংগৃহীত ছবি

দুই-তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: ওজোপাডিকো

অনলাইন ডেস্ক

খুলনা ও বরিশাল বিভাগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ০১ মিনিট থেকে ৯টা ৫৪ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এখনো ঠিক মতো বিদ্যুৎ নেই। তবে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।  

ওজোপাডিকো সূত্র জানায়, সকাল ৯টা ৫ মিনিটে উৎপাদনের তুলনায় চাহিদার চাপ বেশি হওয়ায় জাতীয় গ্রিডে বিপর্যয় হয়।

মেরামত কাজ চলছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।  

কুষ্টিয়ায় বটতৈল গ্রিডের ইনচার্জ আবু তালেব জানান, সকাল ৯টা ১ মিনিট থেকে ৫৩ মিনিট পর্যন্ত ওই এলাকা ব্ল্যাক আউট ছিল। সকাল ৯টা ৫৪ মিনিটের পর অল্প অল্প করে চালু হয়েছে সরবরাহ।

এখন চাহিদার ৫ ভাগের একভাগ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
news24bd.tv/ইস্রাফিল