নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বজ্রপাতে বেলাল হোসেন মিয়াজী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেলিম হোসেন (৩০) নামে অপর এক কৃষক আহত হয়েছেন।
উপজেলার ভবানীপুর বিলে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ওই দুজন বিলে ধানের জমি নিড়াতে গিয়েছিল বলে জানা গেছে।
নিহত বেলাল উপজেলার আটঘরিয়া গ্রামের হাজি আবুল হোসেনের ছেলে ও আহত সেলিম একই গ্রামের আবুল হাসেমের ছেলে।
বড়াইগ্রামের জোয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. চাদ মাহমুদ জানান, মঙ্গলবার সকাল থেকে ওই দুই কৃষক ভবানীপুর বিলে ধানের জমিতে নিড়ানীর কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয় ও অপর একজন গুরুতর আহত হন।
আহত সেলিমকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
news24bd.tv/মামুন