ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেতা সালমান শাহ এর ২৬তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- এফডিসিতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা এ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিলে প্রয়াত অভিনেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন অভিনেতা সাইমন সাদিক, অভিনেতা ইলিয়াস কাঞ্চন-সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান সালমান শাহ। সালমানের মৃত্যুর ২৬ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও, বরং বেড়েছে। এখনো টেলিভিশনে তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন।
news24bd.tv/FA