পরিচয় গোপন করে উত্তরা আঞ্চলিক অফিসে পাসপোর্ট করার চেষ্টকালে রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। ওই নারীর নাম হতিজা আক্তার। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
উত্তরা পাসপোর্ট অফিসের উপপরিচালক শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ সাংবাদিকদের জানান, ওই নারীর কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছিল।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। সেই যুবকের পরামর্শেই তিনি পাসপোর্ট করে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন। তিনি কীভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে আশুলিয়ায় এসেছেন এবং কাদের সহায়তায় এনআইডি তৈরি করেছেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে।
news24bd.tv/তৌহিদ