মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনন্ত জলিল অভিনীত ইরানি পরিচালকের সিনেমা 'দিস দ্যা ডে'। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন সিনেমাটির নাম ভূমিকায় থাকা অভিনেতা অনন্ত নিজেই।
অনন্ত জানান, ‘দিন দ্যা ডে’ মুভিটি মালয়েশিয়াতে অফিসিয়ালি রিলিজ হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে একটি সুখবর দিতে যাচ্ছি।
এসময় কোন কোন হলে সিনেমাটি মুক্তি দেয়া হবে তার একটি তালিকাও প্রকাশ করেন এই অভিনেতা। বলা হচ্ছে, প্রথম সপ্তাহে ১৬ই সেপ্টেম্বর ১০টি হলে সিনেমাটি রিলিজ হবে, পরবর্তীতে আরও ১১টি হলে রিলিজ হবে সিনেমাটি। হলগুলো হলো,
-টিজিভি সিনেমাস,
-এম এম সিনেপ্লেক্স,
-এল এফ এস সিনেমাস,
-আমেরিন সিনেপ্লেক্স,
-সুপারস্টার সেরি আলম সিনেমাসসহ বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি রিলিজ হচ্ছে।
অনন্ত জানান, ''দিন দ্যা ডে' সিনেমার লোকেশন এবং শো টাইম হলগুলোর নিজস্ব ওয়েব এবং অ্যাপসে দেখা যাবে। আমি ও বর্ষা কুয়ালালামপুর টুইন টাওয়ারের TGV সিনেমা হলে আপনাদের সাথে 'দিন দ্যা ডে' দেখবো ৫টা ২০ এর শোতে ১৬ সেপ্টেম্বর। এবং ১৮ সেপ্টেম্বর ৫টা ২০ এর শোতে জহুর বারুর সিটি স্কয়ারের mmCineplexes এ আমাদের সাথে এই শোগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। '
এসময় দেশটির হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা লেখেন, 'আমি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মালয়েশিয়াতে 'দিন দ্যা ডে' রিলিজের ক্ষেত্রে তাদের অসামান্য অবদান আমাকে ঋণী করেছে। আমি মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই এম্পায়ার ফিল্মস এসডিএন বিএইচডি, আর এম এইচ গ্লোবাল (এম) এসডিএন বিএইচডি সেন্দিরিয়ান বেরহেড, ব্রেইন্স বি প্রডাকশনস এসডিএন বিএইচডি এবং মালশিয়াতে মুভি রিলিজের ব্যাপারে মিডিয়ার ভাই-বোনদের। '
news24bd.tv/FA