বর্তমানে দেশে ৫ কোটি ২৮ লাখ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করছেন বলে জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসির ডেটাবেজ অত্যন্ত শক্তিশালী। কোনো সিম কেনার ক্ষেত্রে আঙুলের ছাপ নেওয়া হয়। এতে এনআইডির মাধ্যমে জানা যায় গ্রাহক কয়টি সিম ব্যবহার করছেন।
এ সময় শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেওয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ করেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ সেবা-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, সরকারের উদ্দেশ্যই হচ্ছে ইন্টারনেট সেবাকে সবার কাছে সহজলভ্য করে তোলা।
এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ।
news24bd.tv/হারুন