ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহী-গামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের একটি বগিতে উঠার চেষ্টা করেন ওই বৃদ্ধ। উঠতে না পারায় তিনি রেল লাইনের উপর পড়ে যান।
মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান আলী জানান, মরদেহটি উদ্ধারের জন্য যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
news24bd.tv/হারুন