শিশুদের তথ্য সুরক্ষায় ব্যার্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামকে ৪০২ মিলিয়ন ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য নিয়ন্ত্রক সংস্থা। অপ্রাপ্তবয়স্কদের এ্যকাউন্টে দেয়া ইমেইল ও ফোন নাম্বার উন্মুক্ত করে দেয়ার অভিযোগ আনা হয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
তবে মেটার মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন।
২০২০ সালে শুরু হওয়া এক তদন্তের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্য নিয়ন্ত্রক সংস্থা মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার ৪০২ মিলিয়ন ডলার জরিমানার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।
শিশুদের তথ্য সুরক্ষায় বছরখানেক আগে নতুন কিছু ফিচার যোগ করে প্রতিষ্ঠানটি। অপ্রাপ্তবয়স্ক কেউ অ্যাকাউন্ট করলে সয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টটি ব্যক্তিগত হয়ে যায়।
এর আগে তথ্য সুরক্ষার নীতিমালা না মানায় মেটার মালীকানাধীন প্রতিষ্ঠন হটসঅ্যাপকে ২২৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিলো।
news24bd.tv/আজিজ