শাহবাগে পোড়ানো হলো নৌমন্ত্রীর কুশপুত্তলিকা

নৌমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

শাহবাগে পোড়ানো হলো নৌমন্ত্রীর কুশপুত্তলিকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ (১ আগস্ট, বুধবার) বেলা ১২টার পর থেকে তারা  শাহবাগের সড়ক অবরোধ করে রেখেছে।

এ সময়  শিক্ষার্থীরা নৌমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। একইসঙ্গে নিরাপদ সড়কের দাবি জানান তারা৷ ৯ দফা দাবি মেনে না নিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ঢাবির বাম সংগঠনের নেতা-কর্মীকে শাহবাগে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,‘আমাদের দেশে এ ধরনের ঘটনা অনেক ঘটে থাকে ৷ কিন্তু একটি ঘটনারও বিচার হয় না ৷ যে কারণে গাড়ি চালকরা আরও বেপরোয়া হয়ে যাচ্ছে ৷ আমরা নিরপাদ সড়কের দাবি জানাচ্ছি। ’

আরেক শিক্ষার্থী বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে নৌমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ তা নাহলে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো না ৷ একই সঙ্গে মন্ত্রীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে ৷’

উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নে হেসে দেন মন্ত্রী। তার হাসিমাখা মুখের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সেই সঙ্গে দুর্ঘটনা প্রসঙ্গে দেওয়া তার বক্তব্যে সমালোচনার ঝড় বইয়ে যায়।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর