বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ১০ পিস স্বর্ণের বার এবং ১টি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী বিজিবি ক্যাম্পের একটি দল বেনাপোল পোর্ট থানার ইছাপুর খালপাড় জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমান (২৯) ও মো. আক্তারুল ইসলামকে (২৫ আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো আসামিদের পরিহিত প্যান্টের পকেটের অভিনব কায়দায় লুকানো ছিল।
উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে গত আট মাসে ৯ জন আসামিসহ সর্বমোট ১৪ কেজি ৭৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।
news24bd.tv/কামরুল