ইউক্রেনীয়দের অধিকৃত অঞ্চলে নিয়মতান্ত্রিক নিরাপত্তা চেক করার নামে মানবাধিকার লঙ্ঘন করছে রুশ বাহিনী। এছাড়াও ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় পাঠানো হচ্ছে বলে নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিস। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে ইলজে ব্র্যান্ডস বলেন, ‘রাশিয়া-অধিকৃত অঞ্চলে বা রাশিয়ান ফেডারেশনে সঙ্গীহীন শিশুদের জোরপূর্বক স্থানান্তর করার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।
ব্র্যান্ডস কেহরিস আরও বলেন, ‘ইউক্রেনের উপর রাশিয়ান বাহিনী একটি ‘‘পরিস্রাবণ’’ অপারেশন চালাচ্ছে।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া, ‘এসব অভিযোগ ‘‘ভিত্তিহীন”। ইউক্রেনীয়রা ‘‘অপরাধী শাসন থেকে নিজেদের বাঁচাতে” দেশ থেকে পালিয়ে যাচ্ছে। ‘‘পরিস্রাবণ” লেবেল করা হয়েছিল কেবল রাশিয়ায় আসা লোকদের নিবন্ধন করার জন্য। ইউক্রেনীয় শরণার্থীদের জন্য পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও অনুরূপ পদ্ধতি প্রয়োগ করা হয়। ’
news24bd.tv/আমিরুল