মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। সরগম হয়ে উঠছে নির্বাচনী এলাকা। জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে একাধিক প্রার্থী দৌঁড়ঝাঁপ শুরু করেছেন। নির্বাচনী মাঠে বিএনপি না থাকায় ভোটারদের চেয়ে মনোনয়ন পাওয়াটাই মূখ্য মনে করছেন অনেকেই।
মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে ছুটছেন জেলা আওয়ামী লীগের অনেক নেতা। এ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিন নেতার নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুনির চৌধুরী, এবিএম বজলুর রহমান রুমি খান মন্টু, সিরাজুল ইসলাম ফরাজী। তবে এখনও নির্বাচনী মাঠে প্রচারণা তেমন চোখে না পড়লেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার শুরু করেছেন।
একাধিক সূত্রে জানা গেছে, মনোনয়ন পেতে অনেকে কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করছেন। প্রার্থীর মধ্যে বেশি আলোচনায় রয়েছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মুনির চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনের বিষয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরজুল ইসলাম ফরাজী বলেন, আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দেশ ও দলকে ভালোবেসেই রাজনীতি করি। অনেকেই রাজনীতি করে টাকার পাহাড় গড়েছে। আমার পরিবার সেটা করেনি। তাই দল মূল্যায়ন করলে আমি মনোনয়ন পাব বলে আশা করছি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবিএম বজলুর রহমান রুমি খান মন্টু বলেন, আমি সরকারী নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি ছিলাম। দুর্দিনে আওয়ামী লীগের সাথেই ছিলাম। তাই দল আমাকে মূল্যায়ন করবে।
আওয়ামী লীগের বাইরে অন্য দলের প্রার্থীদের কাউকে কোন ধরনের প্রচার করতে দেখা যায়নি। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না জানিয়েছে আগেই।
news24bd.tv/হারুন