সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আইটেম গার্ল খ্যাত সানি লিওনের নতুন মিউজিক ভিডিও ‘নাচ বেবি’ শিরোনামের গানটি। যেখানে উষ্ণ রোপে ভক্তরা দেখতে পাবেন তাকে। গত ৬ সেপ্টেম্বর গানটি মুক্তির পরপরই বেশ সারা ফেলেছে তার আবেদনময়ী রূপ।
গানটিতে একেবারে নরমাল সাজে ভক্তদের কাছে ধরা দিয়েছেন সানি।
তবে শুধু গোলাপি লেহেঙ্গা নয়, ভিডিওতে সাদা লেহেঙ্গাতেও একইরকম সাজে দেখা গেছে সানিকে। সানি ও রিমোর পাশাপাশি মিউজিক ভিডিওটিতে দেখা যায় সংগীতশিল্পী ভূমি ত্রিবেদীকে। এরইমধ্যে ‘নাচ বেবি’ গানটি দেখেছে ৮২ লক্ষেরও বেশি দর্শক।
news24bd.tv/আমিরুল