বিশ্বকাপের আগে চালুর অপেক্ষায় পুরনো দোহা বিমানবন্দর

সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে চালুর অপেক্ষায় পুরনো দোহা বিমানবন্দর

অনলাইন ডেস্ক

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। মরুর বুকে বসবে বিশ্ব ফুটবলের মিলন মেলা। যেখানে মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবে ফুটবল প্রেমীরা। যার ফলে বাড়তি চাপ পড়বে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে।

সে চাপের কথা মাথায় রেখে পুরনো দোহা আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু করতে যাচ্ছে কাতার।

চলতি বছরের ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। যেখানে ১ মিলিয়নেরও অধিক দর্শক দেশটিতে আসবে বলে ধারণা করছে ফিফা। বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য কোথায় কোনো ঘাটতি রাখতে চায় না আয়োজক দেশটি।

ফলে নতুন করে ফিরছে পুরনো দোহা আন্তর্জাতিক বিমানবন্দর।

২০১৪ সালে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রা শুরু করলে দোহা বিমানবন্দরটি আধা-অবসরে চলে যায়। এখানে এতদিন কেবল কাতারের রাজপরিবার ও ভিআইপিদের ফ্লাইট অবতরণ করত। তবে আসন্ন বিশ্বকাপে যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে নতুন রূপে ফিরেছে দোহা। যা হবে প্রধান বৈশ্বিক হাব।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, ‘চলতি সপ্তাহেই মিশরীয় ও সৌদি লীগ চ্যাম্পিয়নদের মধ্যে লুসাইল সুপার কাপ ম্যাচের জন্য ভ্রমণ করতে আসা ফ্লাইটগুলি দোহা বিমানবন্দরে অবতরণ করবে। এছাড়াও কুয়েতের জাজিরা এয়ারওয়েজ, সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাই, ওমানের সালাম এয়ার এবং তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের টিকিট বিক্রি আগামী ১৫ সেপ্টেম্বর দোহা বিমানবন্দরে শুরু হবে। ’

বিশ্বকাপ চলাকালে প্রতিদিন দেশটিতে গড়ে প্রায় ১ লাখ ৫০ হাজার যাত্রীর আগমন ঘটবে বলে ধারণা করছে কাতার। এরইমধ্যে বিমানবন্দরে চাপ বেড়েছে ১৮ শতাংশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত জুন মাসেই দেশটির হামাদ বিমানবন্দর তিন মিলিয়ন যাত্রী পরিবহন করেছে।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক