ওএমএস ও টিসিবির মতো খাদ্যবান্ধব কর্মসূচিগুলোর কারণে চালের দাম প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা কমেছে। দাম আরও কমবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
খাদ্য মন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে ওএমএস ও টিসিবির পণ্য বিতরণ হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠী ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনছেন।
এ সময় কৃষকরা যেন আমন ধানে ন্যায্যমূল্য পান, সেটা নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
news24bd.tv/হারুন