রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনসহ ইউরোপের বেশ কয়েকটি মিত্র দেশকে ২০০ কোটি ডলারেরও বেশি সামরিক সহয়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানান, এই অর্থের মধ্যে ইউক্রেনের জন্য ভারী অস্ত্র, গোলাবারুদ ও সাঁজোয়া যান কেনার জন্য ৬৭ কোটি ৫ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশ পোলান্ড সীমান্তে সামরিক মহড়া দেওয়ার ঘোষণা দিয়েছে।
news24bd.tv/ইস্রাফিল