অসংখ্য মানুষ রানির শূন্যতা অনুভব করবে: চার্লস

সংগৃহীত ছবি

নতুন রাজার প্রথম বিবৃতি 

অসংখ্য মানুষ রানির শূন্যতা অনুভব করবে: চার্লস

অনলাইন ডেস্ক

ব্রিটেনের নতুন রাজা হিসেবে প্রথম বিবৃতি দিয়েছেন তৃতীয় চার্লস। মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে তিনি বলেছেন, ‘আমার প্রিয় মা, মহামান্য রানির মৃত্যু আমার এবং পরিবারের সব সদস্যের জন্য সবচেয়ে বড় বেদনার মুহূর্ত। ’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তৃতীয় চার্লস।

তিনি বলেন, ‘পুরো দেশ, কমনওয়েলথ এবং সারা বিশ্বের অসংখ্য মানুষ রানির শূন্যতা অনুভব করবে। রানি যে গভীর শ্রদ্ধা ও মমতা পেতেন তার অভিজ্ঞতাই হবে শোক এবং পরিবর্তনের এই সময়কালে আমার পরিবার ও আমার জন্য সান্ত্বনা ও শোক সামলানোর অবলম্বন। ’

এদিকে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রানি এলিজাবেথ দ্বিতীয় এক মহান উত্তরাধিকার রেখে গেছেন। আজ রাজ মুকুট বদল হয়েছে।

আমাদের নতুন রাষ্ট্রপ্রধান মহামান্য রাজা তৃতীয় চার্লস।

লিজ ট্রাস আরও বলেন, রাজার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছি। আমরা তার প্রতি আমাদের আনুগত্য ও ভক্তি জানাচ্ছি। রানির মৃত্যুর খবরে আমরা সবাই বিপর্যস্ত। এটি আমাদের দেশ ও বিশ্বের বড় ধরনের আঘাত।

news24bd.tv/সাব্বির