কক্সবাজারে এক বিয়ে বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছে যদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।
জানা গেছে, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য্য ছিল।
ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানান, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারী ও শিশুরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
news24bd.tv/তৌহিদ