সাউথ আফ্রিকার বিপক্ষে ওভাল টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল ইংলিশরা। তবে প্রথম দিন বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি একটি বলও। পর দিন চিরবিদায় নেন রানি দ্বিতীয় এলিজাবেথ। শোকে ম্রিয়মাণ ইংলিশরা মাঠে নামেননি রানির প্রতি শ্রদ্ধা জানাতে।
কাল দু’দল আবারও মাঠে নামলেও রানির প্রতি শ্রদ্ধা জানাতে এ দিন ফ্যান্সি পোশাককে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডে অভিনব সব পোশাক পরে মাঠে আসে দর্শকরা। থাকে অ্যালকোহলের সুবিধাও। তবে রানির মৃত্যুতে এসবে রাশ টানছে ইসিবি।
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় সঙ্গীতের পর এক মিনিট নীরবতা পালন করা হবে। সকল খেলোয়াড় এবং কোচ কালো আর্ম ব্যান্ড পরবেন। রানিকে শ্রদ্ধা জানাতে ব্র্যান্ডেড ইনভেন্টরি মেসেজিং দেওয়া হবে মাঠে। ’
news24bd.tv/আমিরুল