পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের শীর্ষ পাঁচ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শ্যামলী এলাকার একটি বাসা থেকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি টিম তাদের গ্রেপ্তার করে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান জানান, গ্রেপ্তার অন্য নেতারা হলেন, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, উপদেষ্টা রাশেদ কবীর চান্দু, যুগ্ম-সম্পাদক শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নেতাদের মুক্তির দাবি করে বিবৃতি দিয়েছেন।
বিএনপির নেতা ও কর্মীদের এ গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।
শুক্রবার রাত ১১টার পর ডিবি পুলিশের এসআই মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার নেতারা সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি।
বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর শহরের ইবি রোডস্থ পৌর মিলনায়তন চত্বরে সমাবেশ করে। সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
news24bd.tv/তৌহিদ