শুক্রবার বসনিয়া সীমান্তের কাছে মধ্য ক্রোয়েশিয়ান শহর নভস্কায় একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
ক্রোয়েশিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে জরুরি উদ্ধার দল পাঠানো হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে।
ক্রোয়েশিয়ান মিডিয়া জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি একটি থামানো মালবাহী ট্রেনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোস বলেছেন, ‘অনেক লোক নিহত বা আহত হয়েছে, এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু ও ১১ জনের হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
news24bd.tv/আমিরুল