৩০ পিস স্বর্ণের বারসহ আটক ১

ফাইল ছবি

৩০ পিস স্বর্ণের বারসহ আটক ১

অনলাইন ডেস্ক

বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০ পিস স্বর্ণের বারসহ আসিকুর রহমান (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। শনিবার দুপুরে বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে  ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। আটক আসিকুর রহমান বেনাপোল বন্দর থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক