ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। শনিবার (১০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন।
ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনী কুপিয়ানস্কের পশ্চিম উপকণ্ঠে পৌঁছে গেছে।
রাশিয়া বর্তমানে কুপিয়ানস্কে সেনা সরবরাহের জন্য একটি রেল হাব এবং ইজিয়ামকে দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণ দিকে আক্রমণের জন্য একটি লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করছে।
একজন রাশিয়ান সামরিক সাংবাদিক ইয়েভগেনি পডডুবনির তোলা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাশিয়ান হেলিকপ্টারগুলো এই অঞ্চলে আসছে এবং অন্তত একটি সাঁজোয়া যান আনলোড করছে৷
পডডুবনি জানান, রাশিয়ান সামরিক সদর দফতর এমআই-২৬ হেলিকপ্টার ব্যবহার করে খারকিভের ইউনিটগুলোকে শক্তিশালী করছে।
তিনি বলেন, ‘হেলিকপ্টারগুলো যোগাযোগের লাইন বরাবর ল্যান্ডিং পয়েন্টে নামছে। এই শক্তি বর্ধন কিয়েভের অগ্রগতি রুখে দিতে পারে। ’
news24bd.tv/ইস্রাফিল