রানি এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন বাইডেন

সংগৃহীত ছবি

রানি এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন বাইডেন

অনলাইন ডেস্ক

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) খোদ বাইডেন এ তথ্য জানিয়েছেন। তবে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। খবর পলিটিকো।

মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে বক্তৃতা দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন। এরপর উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে সেখান থেকে চলে যান তিনি। এর আগে সাংবাদিদের তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যাওয়ার কথা জানান।

তিনি বলেন, ‘আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি যাচ্ছি।

এ সময় প্রিন্স চার্লসকে চেনার কথা জানান বাইডেন। তবে রানির মৃত্যুর পর চার্লসের সঙ্গে এখনও তার কথা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তিনি। ৭০ বছরের বেশি সময় রাজত্ব করেছেন এ রানি। তার সময়ে ১৪ জন প্রেসিডেন্ট দেখেছে যুক্তরাষ্ট্র।

রানির মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার শোকবার্তায় বলেছেন, অনন্য মর্যাদাসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন এলিজাবেথ। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দৃঢ় সম্পর্ককে আরও গভীর করেছেন।

news24bd.tv/মামুন