জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, বিদ্যুতের লোড শেডিং ও ‘পুলিশের গুলিতে দলীয় কর্মী নিহতের’ প্রতিবাদে সমাবেশ করছে বিএনপি। শনিবার (১০ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণের আয়োজনে সমাবেশের মাধ্যমে ধারাবাহিক সমাবেশ শুরু হচ্ছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে আটটি জোনে বিভক্ত করে ১৬টি স্থানে রোববার (১১সেপ্টেম্বর) এই সমাবেশ হবে।
প্রতিদিন বেলা তিনটা থেকে সমাবেশ শুরু হবে।
সূত্র জানায়, ১১সেপ্টেম্বর মহানগর উত্তরের উত্তরা পূর্ব জোনের সমাবেশেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
news24bd.tv/ইস্রাফিল