সরকারের বিভিন্ন খাতের কর্মকর্তাদের দক্ষতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন। এর ফলে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে দরকষাকষিতে অনেকটা পিছিয়ে বাংলাদেশ।
গবেষণার অভাব এবং বিশ্ববিদ্যালয়ের সাথে শিল্পের সংযোগ না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।
আজ শনিবার এফবিসিসিআই এর সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি।
চুক্তি অনুযায়ী আগামীতে বিশ্ববিদ্যালয়টির ৩০ জন ছাত্রীর প্রত্যেককে প্রতি মাসে ১০০ ডলার করে শিক্ষা সহায়তা দিবে এফবিসিসিআই। পাঁচ বছরের জন্য এ চুক্তি করা হয়েছে।
চট্টগ্রামে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে পড়ালেখা করছে বাংলাদেশসহ এশিয়ার ১৯টি দেশে ১৩শ ছাত্রী।
news24bd.tv/রিমু