যশোরের গোগা সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে তিন সাড়ে কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ এক পথচারীকে আটক করেছে বিজিবি। আটক মো আশিকুর রহমান বেনাপোলের বালুন্ডা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবি জানায়, জব্দ স্বর্ণের দাম ২,৫৩,৮৩,৬৩১ (দুই কোটি তেপ্পান্ন লক্ষ তিরাশি হাজার ছয়শ একত্রিশ) টাকা। যার ওজন ৩.৪৯৮ কেজি।
বিজিবি জানায়, স্বর্ণের বারগুলো পাচারকারীর সাথে থাকা বাজারের ব্যাগের ভিতরে সবজির মধ্যে অভিনব কায়দায় লুকানো ছিল।
news24bd.tv/FA