বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তমব্রু সীমান্তে শুক্রবার রাতভর গোলাগুলির পর শনিবার দুপুর পর্যন্ত থেমে থেমে গুলির আওয়াজ শোনা গেছে। বাংলাদেশ সীমান্তের ভেতরে বেশ কয়েকটি গুলিও পাওয়া গেছে।
মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইনে স্বাধীনতাকামী আরাকান আর্মির সদস্যদের মধ্যে মাসব্যাপী সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজনের মধ্যে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, মিয়ানমারের সাম্প্রতিক যুদ্ধ এবং দেশের অভ্যন্তরে গুলি আসার ব্যাপারে পররাষ্ট্র সচিব মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির সরকারকে জানানো হয়েছে।
news24bd.tv/FA