বান্দরবান সীমান্তে থেমে থেমে গুলির আওয়াজ, আতঙ্কে স্থানীয়রা

ফাইল ছবি

বান্দরবান সীমান্তে থেমে থেমে গুলির আওয়াজ, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তমব্রু সীমান্তে শুক্রবার রাতভর গোলাগুলির পর শনিবার দুপুর পর্যন্ত থেমে থেমে গুলির আওয়াজ শোনা গেছে। বাংলাদেশ সীমান্তের ভেতরে বেশ কয়েকটি গুলিও পাওয়া গেছে।

মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইনে স্বাধীনতাকামী আরাকান আর্মির সদস্যদের মধ্যে মাসব্যাপী সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজনের মধ্যে।

চলমান সংঘর্ষের ফলে আতঙ্কে কোনো কাজেই বের হতে পারছে না তমব্রু এলাকার মানুষ। সীমান্ত ঘেঁষে ভারী অস্ত্রসহ চলাফেরা করছে মিয়ানমার আর্মির সদস্যরা। এখনও সতর্ক অবস্থানে আছে বিজিবি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, মিয়ানমারের সাম্প্রতিক যুদ্ধ এবং দেশের অভ্যন্তরে গুলি আসার ব্যাপারে পররাষ্ট্র সচিব মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির সরকারকে জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশের ভেতরে চারটি মর্টার শেল ছোড়ে মিয়ানমার সেনাবাহিনী। যার প্রতিবাদ জানায় বাংলাদেশ।

news24bd.tv/FA