বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ভারত বিএনপির পাশে থাকবে বলে প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল মনে করেন, মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিলো তাদের আন্দোলনে সেই ভূমিকা রাখবে প্রতিবেশী দেশটি।
শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। অভিযোগ করে ফখরুল বলেন, ভারত এখন আর আওয়ামী লীগের উপর খুশি নয়।
এসময় তিনি বলেন, সরকারকে বলছি, এই যে হাজার হাজার লোককে আহত করেছেন, গুলি করেছেন, মামলা করেছেন। আবার আগের মতো একই কায়দায় মামলা করছেন। এসব করে ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে না।
ফখরুল বলেন, ক্ষমতাসীনদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির মিছিল দেখে মানুষ জেগে উঠছে। আজ তারা বলছে এখন নাকি অর্থনীতি ভালো চলছে। বিএনপি মহাসচিব বলেন, সরকার তেলের দাম ৫৪ টাকা বাড়িয়ে ৫ টাকা কমিয়েছে। জনগণের সঙ্গে ইয়ার্কি করলো তারা।
news24bd.tv/FA