মিয়ানমার মর্টার শেল নিক্ষোপ করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।
শনিবার বিকেলে রাখাইন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, একটা দেশের জনগোষ্ঠী অন্য একটা রাষ্ট্রে অসহায়ভাবে বাস করছে, এটা অহংকারের কিছু না।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত দুটি মর্টার শেলের গোলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদ এলাকায় এসে পড়েছিল। গোলাগুলো বিস্ফোরিত না হওয়ায় তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় যুদ্ধবিমান থেকে ফায়ার করা দুটি গোলা ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় পতিত হয়।
news24bd.tv/আজিজ